ঢাকা, ২১ এপ্রিল, ২০২৫
সর্বশেষ:

সিলেটে বাস খাদে পড়ে নিহত ২

সিলেট প্রতিনিধি

প্রকাশিত: ১০:৪৪, ২৮ অক্টোবর ২০১৮  

ফাইল ছবি

ফাইল ছবি

সিলেটের ওসমানীনগরে ঢাকাগামী এনা পরিবহনের একটি বাস খাদে পড়ে দু’জন নিহত হয়েছেন। অন্তত ১০ জন আহত হয়েছেন। 

রোববার সকাল ৬টার দিকে এ ঘটনাটি ঘটে। তবে পুলিশ নিহতদের পরিচয় জানাতে পারেনি। দুর্ঘটনার খবর পেয়ে ওসমানীনগর থানা পুলিশ ঘটনাস্থল থেকে নিহতদের লাশ উদ্ধার করে সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

সিলেট ওসমানীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী মাহমুদ বলেন, ঢাকাগামী  এনা পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যাওয়ায় বাসের দু’জন যাত্রী নিহত হয়েছেন। এছাড়াও আরো ১০ জন আহত হয়েছেন। পুলিশ আহতদেরকে উদ্ধার করে সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এছাড়াও নিহত দু’জনের লাশ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। নিহতদের পরিচয় পাওয়া যায়নি।

নিউজওয়ান২৪/এমএস

আরও পড়ুন
স্বদেশ বিভাগের সর্বাধিক পঠিত